EN

আমাদের সাফল্য : ২০১২-২০২৫

আগামী দিনটা তারই যে পরিশ্রমী Not মেধাবী

সফলতা আসলে কেবল একটি ফলাফল নয়, এটি একটি যাত্রা। এই যাত্রাপথে থাকে অসংখ্য বাধা, প্রতিকূলতা, ব্যর্থতা আর  অগনিত পরিশ্রমের গল্প। সফলতা যেন একটা আলো, আর সেই আলোয় পৌঁছাতে আমার অনেক অন্ধকার পথ পেরোতে হয়েছে। তবুও দিন শেষে Rising Star কোচিংয়ের পরিচালক হিসেবে আমি সফল। কেননা সেই ২০১২ সাল থেকে আজ অবধি মানুষ গড়ার কারিগর হিসেবে কিছু স্বপ্নের বাগানে মালি হয়ে স্বপ্নফুল এর পরিচর্যা করে যাচ্ছি ও ভবিষ্যতেও করে যেতে চায়…

জিপিএ সাধারণত একাডেমিক সাফল্যের একটি সূচক এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়।একটি ভাল জিপিএ একটি ভালো একাডেমিক রেকর্ড এবং ধারাবাহিকতা প্রমাণ করে, যা তোমাকে আরও প্রতিযোগিতামূলক করে তোলে।তবে, জিপিএ-ই একমাত্র সফলতার মাপকাঠি নয়; দক্ষতা, অভিজ্ঞতা এবং অন্যান্য গুণাবলীও উচ্চ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ........

মেহেদী স্যার [ পরিচালক, Rising Star Coaching ]

 

 এস এস সি ২০২৫ ব্যাচ থেকে কতজন শিক্ষার্থী A+ পেয়েছে?

 ১৫৬ জন শিক্ষার্থী

 এস এস সি ২০২৫ ব্যাচে কতজন শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছিল?

 ৩৭১+ শিক্ষার্থী

 ২০১২-২০২৫ সাল পর্যন্ত আমাদের সেরা রেজাল্ট কী?

যশোর বোর্ডে দুই ২বার (২০১৯ ও ২০২৪) প্রথম হয়েছে আমাদের শিক্ষার্থী। এছাড়াও জেলার মধ্যে ২য়,৩য়,৫ম,৬ষ্ঠ,৭ম ও ১০ম  স্থান অধিকারী হয়েছে আমাদের অনেক শিক্ষার্থী।

 ২০১২-২০২৫ সাল পর্যন্ত কতজন শিক্ষার্থী আমরা পড়িয়েছি?

আনুমানিক ৭০০০+ শিক্ষার্থী

 ২০১২-২০২৫ সাল পর্যন্ত কতজন শিক্ষার্থী A+ পেয়েছে?

আনুমানিক ২১১৬+ শিক্ষার্থী